নড়াইল ডিবি পুলিশের বিশেষ অভিযানে ফেনসিডিলসহ দুই যুবক গ্রেফতার।

নড়াইল জেলা পুলিশের বিশেষ অভিযান চলাকালে শিমুল কুমার দাস (ওসি ডিবি) ১১ মার্চ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্স এসআই (নিঃ) সঞ্জীব ঘোষ, এএসআই শরিফুল, এএসআই বিপ্লব এবং কনস্টেবল হৃদয়, নাজমুল, রাকিব ও সুব্রত সহ লোহাগড়া থানাধীন কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে ফেনসিডিল ক্রয়-বিক্রয়ের সময় অভিযান চালিয়ে নতুন রেললাইনের উপর থেকে মাদক ফেনসিডিল ব্যবসায়ী মোঃ রাজিবুল ইসলাম, পিতা- মোঃ মোতালেব শেখ এবং মোঃ হাফিজুর রহমান, পিতা- ফজলুর রহমান মোল্লা, উভয় সাং- গোপীনাথপুর, থানা- লোহাগড়া, জেলা-নড়াইলদ্বয়কে ৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন। আসামিদের লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *