নওগাঁয় শারীরিক প্রতিবন্ধিতা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরন

dainikshatabarsa

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে নওগাঁয় শারীরিক প্রতিবন্ধিতা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়েছে। জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুপ্রেরনার বতিঘর চত্বরে প্রধান অতিথি হিসাবে এসব হুইল চেয়ার বিতরন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোঃ শেখ ইউসুফ হারুন।

এসময় জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. হুমায়ূন কবির, নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার চিশতী, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক নুর মোহাম্মাদসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ৪০ জন শারীরিক প্রতিবন্ধিতা সম্পন্ন ব্যাক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরন করা। এর আগে প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্তে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *