নওগাঁর রাণীনগরে লাইসেন্সবিহীন ব্যবসার দায়ে পাঁচ আড়তদারকে জরিমানা
নওগাঁর রাণীনগরে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে (ধান ব্যবসায়ী) পাঁচ আড়তদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৮ জুন) বিকেলে উপজেলার আবাদপুকুর হাটে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ হাফিজুর রহমান।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ হাফিজুর রহমান জানান, লাইসেন্সবিহীন ধান ব্যবসা পরিচালনা ঠেকাতে বুধবার বিকেল উপজেলার আবাদপুকুর হাটে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার করার অপরাধে
আবাদপুকুর হাটের আড়তদার রানা আকন্দকে ২ হাজার টাকা, ফরিদ সরদারকে ৩ হাজার টাকা, আনিছুর রহমানকে ৫ হাজার টাকা, আব্দুস সাত্তারকে ৫ হাজার টাকা ও হামিদুর ইসলামকে ৫ হাজার টাকা সহ পাঁচ আড়তদারকে মোট ২০ হাজার টাকাজরিমানা করা হয়।
তিনি আরও জানান, অভিযানে লাইসেন্সবিহীন ব্যবসা ঠেকাতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন, উপজেলা খাদ্য পরিদর্শক সাবরিন মোস্তারী, উপজেলা ভূমি অফিসের নাজির আফরিন জাহান উপস্থিত ছিলেন।