নওগাঁর রাণীনগরে লকডাউনের ৫ ম দিনে ৫ জনকে জরিমানা

 নওগাঁর রাণীনগরে করোনা ভাইরাস রোধে চলমান কঠোর লকডাউনের ৫ম দিনে ৫জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 নওগাঁর রাণীনগরে করোনা ভাইরাস রোধে চলমান কঠোর লকডাউনের ৫ম দিনে ৫জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার সকাল থেকে বিকেল ৩ টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেদুল ইসলাম অভিযান চালিয়ে ৫ জনের মোট ২ হাজার ৮ শ’ টাকা জরিমানা আদায় করেন। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো জানান,লকডাউনকে বাস্তবায়ন করতে ৫ম দিন সকাল থেকে সেনাবাহিনী,বিজিবি,পুলিশ ও আনছার বাহিনী নিয়ে মাঠে নামেন।

এসময় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাস্ক না পরা,বিনা প্রয়োজনে ঘোরা-ফেরা করা এবং সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলার অপরাধে মোট ৫ জনকে ২ হাজার ৮ শ’ টাকা জরিমানা করা হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *