নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে মাদকসহ ও ওয়ারেন্ট মুলে ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার ভোরে ও সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদরের বাসট্যান্ড এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর গ্রামের মুকুল হোসেনের ছেলে নয়ন হোসেন (২৪) কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
ওসি জানান, এদিন ভোরে ওয়ারেন্ট মূলে উপজেলার নগর পাচুপুর গ্রামের মৃত মীরজান আলীর ছেলে আব্দুল হামিদ (৩৮), তাজ উদ্দিনের ছেলে মোহাম্মাদ আলী (৫২), মৃত জিন্নাত আলীর ছেলে আবুল কালাম আজাদ ও মৃত আকবর আলীর ছেলে রেজাউল করিম রেজুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ৫ জনকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।