প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো৷ ঈদ মানেই খুশি৷ তাই কার্ড নয়, ফুল নয়, জানাই আমার প্রিয় সবাইকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা৷ ঈদ মোবারক! ঈদু-উল-আযহা সব মুসলমানদের একটি মহান উৎসর্গের দিন৷ চলো যাই আমরা আমাদের মনের কুপ্রবৃত্তিকে উৎসর্গ করি৷ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দৈনিক শতবর্ষ পরিবারের পক্ষ থেকে সকল গ্রাহক, পাঠক, এজেন্ট, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক –
সম্পাদক
এস, এম, তরিকুল ইসলাম