দেশব্যাপী আবারো লগডাউন বাড়লো, কিন্তু চলবে দূরপাল্লার বাস ও ট্রেন
দেশে আবারো চলমান লকডাউন ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। লকডাউন বাড়লেও অর্ধক যাত্রী নিয়ে চলবে দূরপাল্লার বাস। আজ ২৩ মে রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিকে আরো এক সপ্তাহ সময় বাড়িয়ে ভারতের সঙ্গে আগামী ৩১ মে পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে গতকাল শনিবার বিকেল পর্যন্ত প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আজ রবিবার। বিশেষজ্ঞদের আশঙ্কা সত্যি প্রমাণ করে ঈদকেন্দ্রিক চলাচলকে কেন্দ্র করে আবারও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ।