১০ সেপ্টেম্বর ২০২০ খ্রিঃ বৃহস্পতিবার বরিশাল এয়ারপোর্ট থানা (বিএমপি) কর্তৃক আয়োজিত “ওপেন হাউজ ডে ” উপলক্ষে মাননীয় অতিরিক্ত পুলিশ কমিশনার (বিএমপি) জনাব প্রলয় চিসিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যকালে একথা বলেন। তিনি বলেন,থানা জনগণের আস্থার প্রথম ও শেষ আশ্রয়স্থল, অপরাধের সূএ ঘটার আগেই অপরাধ নিয়ন্ত্রণে আনতে আমরা আরও ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়ায় বিভক্ত হয়ে কমিউনিটি পুলিশিংএর পরিপূরক বিট-পুলিশিং কার্যক্রম নিয়ে আপনাদের(জনগণের)ভরসার দোরগোড়ায় পৌঁছে গেছি। উপ-পুলিশ কমিশনার (বিএমপি-উত্তর) জনাব মোঃ খাইরুল আলম উপস্থিত সুধী এলাকাবাসী সহ সাংবাদ কর্মীদের মাঝে মাস্ক বিতরণ করে বলেন,সমাজে যারা খারাপ কাজ করে তারা সংখ্যায় অত্যন্ত কম, তাই শুধু নিজেকে ভালো রাখলেই হবে না, সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও জনগনের দেশের উন্নয়নের সার্থে এক হয়ে কাজ করতে হবে। কোথাও কোন অপরাধ সংগঠিত হওয়ার আগেই পুলিশকে জানাতে হবে। এয়ারপোর্ট থানাধীন কলসগ্রাম নিবাসী পল্লী চিকিৎসক জনাব শামীম আকন পুলিশের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আমাদের মেম্বার চেয়ারম্যানদের অনেক সময় ফোনে পাওয়া যায়না হয়তো তাঁরা ব্যস্ত থাকেন, কিন্তু বরিশাল মেট্রোপলিটনের আওতাধীন থানার অফিসার, শীর্ষ কর্মকর্তাবৃন্দ এমনকি স্বয়ং পুলিশ কমিশনার মহোদয়কে যে-কোন সময় ফোন দিলে মন খুলে সমস্যা জানাতে পারি এবং সমস্যা সমাধানের ভরসা পেয়ে থাকি। এছাড়া উক্ত সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা (বিএমপি) সহ এয়ারপোর্ট থানাধীন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল কর্মকর্তা বৃন্দ।