প্রতিনিধি, টুঙ্গিপাড়াঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঢাকা ফেরত দুই ব্যক্তির করোনা পজেটিভ আসায় তাদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আজ শনিবার দুপুরে উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামে আক্রান্ত ২ ব্যক্তির পরিবারের মোট ১০ জন সদস্যের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডাঃ রতন কুমার। ডাঃ রতন কুমার “দৈনিক শতবর্ষ”কে বলেন, গত ২৩ এপ্রিল মিল্কভিটায় চাকুরীজীবি সহ ঢাকা ফেরত দুই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়। ২২ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। পরেরদিন তাদের রিপোর্ট পজেটিভ আসে। তাই আক্রান্তদের সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে। তারা কেউ করোনায় আক্রান্ত হয়েছেন কিনা সেটা আইইডিসিআর থেকে রিপোর্ট আসার পর জানা যাবে। এছাড়া আক্রান্তদের পরিবারের সদস্যদের ১৪ দিন হোমকোয়ারেন্টাইনে থেকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য বলা হয়েছে। আক্রান্তরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
Chat conversation end