দামুড়হুদার হাউলির মাঠে আবাদি জমিতে পুকুর খননের নামে মাটি বিক্রয়ের অপরাধে ৫০হাজার টাকা জরিমানা,
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হাউলি গ্রামে আবাদি জমিতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার ১২ই জানুয়ারী বৈকাল সাড়ে ৩ টার দিকে ভ্রাম্যমাণ পরিচালনা করেন। এই সময় জমির মালিক কে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান ৫০হাজার টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত হলেন- দামুড়হুদার পুরাতন হাউলী গ্রামের মৃত আবু তালেব মন্ডলের ছেলে সিদ্দিক মন্ডল ৫১।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষকের অভিযোগের ভিত্তিতে বৈকাল সাড়ে তিনটার সময় হাউলী গ্রামের মাঠে ভ্রাম্যমাণ আদালত অভিযান করে। পরে এক জনকে সরকারি অনুমতি ছাড়াই জমির মাটি উত্তোলন করে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) এর বিধান লঙ্ঘন করার অপরাধে এবং একই আইনের ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন পেশকার জিহন আলী ও দামুড়হুদা মডেল থানার পুলিশের একটি বিশেষ টিম।