ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ পুলিশ, ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মাসিক সভা -২০২১ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) -এর সভাপতিত্বে কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক সভা (অপরাধ পর্যালোচনা, প্রশাসনিক ও অপারেশনাল) অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স -এর অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজি) এম খুরশীদ হোসেন বিপিএম (বার), পিপিএম, (অপরাধ ও অপারেশন)।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে ঢাকা রেঞ্জের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ১৩ জেলার পুলিশ সুপারগণ উক্ত সভায় অংশগ্রহণ করেন।
পরে সভায় ঢাকা রেঞ্জের অপরাধ ব্যবস্থাপনা সংক্রান্ত ইনোভেশন, গবেষণাধর্মী কার্যক্রম, জবাবদিহিতা ও দ্রুততম সময়ে চিঠির জবাব প্রদানের বিষয় গুলো দেখে প্রধান অতিথি অতিরিক্ত মহাপরিদর্শক এম খুরশীদ হোসেন অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন। ঢাকা রেঞ্জের ইনোভেটিভ ও বেস্ট প্রাক্টিসগুলো পুলিশ হেডকোয়ার্টার্স -এর মাধ্যমে সারাদেশের পুলিশ ইউনিট গুলোতে চালু করার ব্যাপারে তিনি মত প্রকাশ করেন এবং রেঞ্জের সমন্বিত কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।