ঢাকায় নমুনা দিয়ে কুষ্টিয়ায় গিয়ে এসআই জানলেন করোনো আক্রান্ত
ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত এক উপপরিদর্শক (এসআই) গতকাল মঙ্গলবার কুষ্টিয়ার খোকসা উপজেলায় নিজ বাড়িতে আসেন। গ্রামের বাড়িতে আসার আগে তিনি ঢাকার একটি হাসপাতালে করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। আজ বুধবার সকালে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানতে পারেন।
এ খবরের সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত দুপুরে প্রথম আলোকে বলেন, ঢাকায় কর্মরত এসবির ওই পুলিশ কর্মকর্তা কুষ্টিয়ায় আসার আগে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে এসেছিলেন। এরপর কোনোভাবে কৌশল করে তিনি বাড়িতে আসেন। আসার সময় তিনি পিপিই ও মাস্ক পরা ছিলেন। বাড়ি আসার পর থেকেই তিনি হোম কোয়ারেন্টিনে আছেন।
কুষ্টিয়ার পুলিশ ওই এসআইয়ের বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে দিয়েছে।