ডুমরিয়া ৬নং ওয়ার্ডে পালিত হলো জাতির পিতার মৃত্যু বার্ষিকী
গোপালগঞ্জ জেলার টুংগিপাড়া উপজেলার ৫নং ডুমরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বোরহান বিশ্বাসের বাড়িতে চিথলিয়া গ্রামে জাতির পিতার ৪৫তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়। কার্যক্রম শুরুতে জাতির পিতার স্ব পরিবিরের জন্য দোয়া চাওয়া, আলোচনা সভা এবং ভোজনের ব্যবস্থা করা হয়। কার্যক্রমে উপস্থিত ছিলেন টুংগিপাড়া উপজেলার ডুমরিয়া ইউনিয়নের আওআমিলীগের সভাপতি মো: এনামুল সাহেব, সহ-সভাপতি মো: বোরহান বিশ্বাস, সাধারন সম্পাদক মৃনাল কান্তি বিশ্বাস, ৬নং ওয়ার্ডের প্রাক্তন মেম্বার মো: খোকন তালুকদার এবং এলাকার বিশিষ্ট মুরুব্বি ব্যক্তি বর্গ।
৬নং ওয়ার্ডের সকল মুরুব্বিদের অনুমতি ক্রমে সকলের সুবিধার্থে জনাব মো: বোরহান বিশ্বাসের বাড়িতে এই কার্যক্রম পালিত হয়। প্রতি বছর এই দিবসটির যাবতীয় কার্যক্রম বঙ্গবন্ধুর সমাধি স্থলে পালিত হয়, কিন্তু করোনা ভাইরাসের কারনে লোক সমাগম ঠেকাতে, যাতে জন জিবনের কোন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রেখে মাননীয় প্রধান মন্ত্রীর আদেশে প্রতিটি ওয়ার্ডে এই দিবসটি পালন করতে বলা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য মতে ৬নং ওয়ার্ডে পালন করা হয় এই দিবসটি। জনাব মো: বোরহান বিশ্বাস ৬নং ওয়ার্ডের সকল মানুষদের ভোজনের ব্যবস্থা করেছে। তিনি ২০০০ জনের খাবারের ব্যবস্থা হাতে নিয়েছেন। তিনি বলেছেন প্রতিটি মানুষ যেন জাতির পিতার সকল সদস্যের জন্য দোয়া প্রার্থনা করে এবং খাবার পেয়ে সন্তুষ্টি মনে বাড়ি ফিরে যেতে পারে।