ডুমরিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং-এর খাদ্য সামগ্রী বিতরণ

আজ রবিবার গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার ডুমরিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ’স্কুল ফিডিং’-এর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত বিতরণ কাজে অংশগ্রহণ করেন উপজেলার স্কুল ফিডিং-এর ফিল্ড কর্মকর্তা বাবু অশ্বিন কুমার রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রইচ বিশ্বাস সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষকমন্ডলী। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কার্যক্রমের আওতায় বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল বিস্কটু, চাল, ডাল, তৈল ইত্যাদি সামগ্রী । নিজ বাড়িতে বসে ছাত্র-ছাত্রীরা  এই পুষ্টিকর খাদ্য পেয়ে খুবই আনন্দিত। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস’-এ দেশ যখন অচল অবস্থায়, তখনই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যাতে তাদের পড়া-শুণা নিয়মিত চালিয়ে যেতে পারে সে বিষয়েও সজাগ দৃষ্টি রাখতে বলেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকবৃন্দ। শিক্ষক মন্ডলী অবিভাবকদের উদ্দেশ্যে  আরো বলেন, তারা যেন ‘ঘরেবসে শিখি’ কার্যক্রমের আওতাধীন ‘সংসদ বাংলাদেশ টেলিভিশন‘ কর্তৃক প্রচারিত ক্লাশ সমূহ এবং ‘অনলাইন স্কুল গোপালগঞ্জ‘-এর সমুদয় লাইভ ক্লাস দেখতে শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং তাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখেন।
ছাত্র-ছাত্রীরা যাতে সঠিকভাবে তাদের পড়া-শুণা নিয়মিত চালিয়ে যেতে পারে সে ব্যাপারে বিদ্যালয়ের পক্ষ থেকে ‘অনলাইন স্কুল গোপালগঞ্জ‘-এর আওতায় থেকে ‘অনলাইন স্কুল ডুমরিয়া বাজার জিপিএস‘ শিরোণামে অচিরেই একটি নতুন ধারার অনলাইন কার্যক্রম শুরু কারার প্রচেষ্টা চালিয়ে  যাচ্ছেন বলে জানান। বিদ্যালয়ের  শিক্ষকমন্ডলী প্রতিনিয়ত ছাত্র-ছাত্রী এবং অবিভাবকদের সাথে বাটন ও এন্ড্রোয়েড মোবাইল সেট-এর মাধ্যমে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন। শিক্ষকমন্ডলীর এই কার্যক্রমে বিদ্যালয়ের  ছাত্র-ছাত্রী, অবিভাবক ও ক্যাচমেন্ট এলাকার সাধারণ মানুষ দারুণভাবে সন্তষ্ট।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *