ডা. কমলেশ বাগচীর ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কমলেশ বাগচীর ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. এস এম হুমায়ূন কবীর।

এ সময় বিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. এস এম মঈন উদ্দিন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার বিষয়ক সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. চৌধুরী শফিকুল আলম, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের পরিচালক ডা. মো. মনোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক
ডা. অসিত কুমার মল্লিক, স্বাচিপ গোপালগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবদুল্লাহ আল মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে ইন্টার্নি চিকিৎসকেরা অংশ নিয়ে একাত্মতা ঘোষণা করেন।
মানববন্ধনে বক্তারা টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কমলেশ বাগচীর ওপর বর্বরোচিত হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির প্রদানের জোর দাবি জানান।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *