গোপালগঞ্জের কাশিয়ানীতে বালু বোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (২০ মার্চ) বিকাল সাড়ে আড়াই টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া-কালনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভ্যানচালক গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারকরফা গ্রামের মৃত শফিক উদ্দিনের ছেলে ইকরাম শেখ (৫৫) ও যাত্রী একই উপজেলার শংকরপাশা গ্রামের মৃত খোরশেদ সরদারের ছেলে আহাদ শেখ (৪৫)। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার এসআই মো. সাদেকুল ইসলাম। তিনি জানান, দুইজন যাত্রী নিয়ে মোটরচালিত ভ্যানটি ভাটিয়াপাড়া চৌরাস্তার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা শংকরপাশা পুরাতন ফেরিঘাটগামী একটি বালুবোঝাই ড্রাম ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক ইকরাম শেখ নিহত হন ও যাত্রী আহাদ সরদারকে গুরুতর আহত অবস্থায় কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি।