টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় নতুন করে আরও ৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পারিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ জসিম উদ্দিন দৈনিক শতবর্ষকে জানান, ৪ জন আক্রান্তের ৩ জন ঢাকা থেকে এসেছে। ১ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নৈশ প্রহরী।
আক্রান্তরা টুঙ্গিপাড়া উপজেলার পাকুড়তিয়া, পাটগাতী লঞ্চঘাট, পাটগাতী কলেজের পিছনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাসিন্দা।গতকাল বিকালে এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন বলে জানিয়েছেন।