আজ ১৬ জুলাই বৃহস্পতিবার টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাসের সৌজন্যে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উচ্চতর নিরাপত্তা নিশ্চিত এবং সকল রকম অসাধু কাজ থেকে হাসপাতাল রক্ষার্থে সি সি টিভি ক্যামেরা স্থাপন করা হয়। টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন বলেন, সি সি টিভি ক্যামেরায় এখন প্রতিষ্ঠানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা গেল। এই নিরাপত্তা ব্যবস্থা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার, নার্স, পরিচ্ছন্ন কর্মি এবং আগত সকল রোগীর নিরাপত্তা প্রদানে ব্যপক ভুমিকা পালন করবে।