আর অল্পকিছু দিন বাদেই অনুষ্ঠিত হতে যাচ্ছে টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচন। প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাস এখনো নির্মূল হয়নি। তাই অন্যান্য বারের মত না হলেও সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে তোড়জোড়। আজ ১২ই সেপ্টেম্বর শনিবার আসন্ন টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচন উপলক্ষে পাটগাতী বাজারে দুই মেয়র পদ প্রার্থী শেখ কামরুল হাসান টবা ও মোঃ ফোরকান বিশ্বাস এর মধ্যে এক বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। এ আলোচনায় নির্বাচন সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করা হয়। এসময় সেখানে শেখ তোজাম্মেল হক টুটুল, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি পৌর আওয়ামীলীগ। শেখ সাইফুল ইসলাম,সভাপতি টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগ,মোঃ মেসকাত শেখ,সাধারণ সম্পাদক কলাতলা ইউনিয়ন আওয়ামীলীগ, মোঃ পান্না মৃধা,সভাপতি পৌর সেচ্ছাসেবকলীগ ও মোঃ লিটন শেখ সহ বিভিন্ন নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।