হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ সকাল ১০.০০ ঘটিকা হতে বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী একটি মেডক্যোল ক্যাম্পইন পরিচালনা করছে।
জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল মোহাম্মাদ হুমায়ন কবির এর নির্দেশনায় ১৪ ই বেঙ্গল কর্তৃক এই মেডিক্যাল ক্যাস্পেইনটি পারিচালনা করা হচ্ছে।
বর্তামনে করোনা এর আতংক জনমনে ছড়িয়ে পড়ায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা হাসপাতালে ডাক্তার দেখাতে আসতে সংকোচ বোধ করছে। এই সংকটময় মুহুর্তে এসকল আতংকগ্রস্থ রোগীদের চিকিৎসার জন্য পাশে দাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
অত্র মেডিক্যাল ক্যাম্পেইনে টুঙ্গিপাড়া উপজেলার সর্বমোট ২৫০জন রোগীকে সামরিক ০৪ জন এবং বেসামরিক ০১ জন চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিক্যাল টিম চিকিৎসা প্রদান করছেন।
ঔষধ ও চিকিৎসা সরঞ্জামাদির সংকুলন করা গেলে ভবিষ্যতে এ রকম আরোও মেডিক্যাল ক্যাস্পেইন পরিচালনা করার আশা ব্যক্ত করেন অত্র ক্যাম্পইন পরিচালনাকারী ১৪ ইস্ট বেংগল এর অধিনায়ক লেঃ কর্ণেল শুভ ইসলাম।