বি এম শামীম, টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ করোনাভাইরাস (কোভিড–১৯) বাংলাদেশ সহ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে , বিশেষ করে বর্তমান বাংলাদেশের অবস্থা বেগতিক। মানুষ এখনো নতুন করে এই ভাইরাস সম্বন্ধে প্রতিদিন কিছু শেখার চেষ্টা করছে। আশানুরুপ তেমন কোনো ফল না পাওয়া গেলেও দীর্ঘদিন পর গোপালগঞ্জ বাসী আজ আশার আলো দেখতে পেয়েছে। আজ (২৭ জুন) শনিবার গোপালগঞ্জ জেলায় টুঙ্গিপাড়া উপজেলা এবং কাশিয়ানী উপজেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়নি বলে জানিয়েছে উভয় উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
নতুন করে সুস্থ হয়েছে মোট ৮ জন। যাদের মধ্যে ১ জন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলো এবং বাকি ৭ জন জেলার কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলো। টুঙ্গিপাড়া এবং কাশিয়ানী উপজেলায় করোনা জ্যামিতিক হারে বেড়েই চলছিলো। দীর্ঘদিন পর আজ করোনা পজিটিভ শূন্য।