টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ আস্থাভাজন ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা কোটালীপাড়া-টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ-৩) এর দ্বায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি, গোপালগঞ্জ জেলার কৃতি সন্তান সুবক্তা, গোপালগঞ্জের দূর্দিনের কান্ডারী ও বর্ষিয়ান বিজ্ঞ রাজনীতিবিদ আলহাজ্ব এ্যাড. শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ্ সাহেবের স্মরনে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ এক শোক সভার আয়োজন করে।
আজ বৃহস্পতিবার (১৮ ই জুন) বিকেলে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে চৌরঙ্গি মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও টুঙ্গিপাড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ ইলিয়াস হোসেন।
প্রয়াত আলহাজ্ব এ্যাড. শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ্ সাহেবের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং টুঙ্গিপাড়ার জনসাধারনের সাথে কিভাবে মিলে মিশে থাকতেন তা নিয়ে আলোচনা করেন জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এম বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সোলয়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, সাবেক সহ-সভাপতি ও বীর মৃক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর হোসেন, সাবেক সহ-সভাপতি শুকুর আহম্মেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হকাবশ্বাস, টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবু শৈলেন্দ্রনাথ, সাবেক প্রচার সম্পাদক আঃ ছামাদ বিশ্বাস, সাবেক দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রেজাউল হক বিশ্বাস সহ অঙ্গ সহোযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থি ছিলেন।
আলোচনা শেষে নিহতের বিদেহী আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।