টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ গত এপ্রিল মাসে গোপালগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের উদ্যোগে জেলার মোট ৫ টি উপজেলা থেকে পরিবার ভিত্তিক পরিবার পরিচিতি কার্ডের কাজ শুরু করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বশাক দৈনিক শতবর্ষকে জানান, ৬ জুন টুঙ্গিপাড়া উপজেলায় পরিবার পরিচিতি কার্ডের ডাটা এন্ট্রির কাজ সম্পূর্ণ করা হয়। পরিবার পরিচিতি কার্ডের উদ্দেশ্য সহজ ভাবে একটি পরিবারের তথ্য প্রদান করা। একটি পরিবার সরকারী ভাবে কি ধরনের সেবা কখন পেয়েছেন তার একটি সুনির্দিষ্ট তালিকা পরিবার পরিচিতি কার্ডের মাধ্যমে উল্লেখ থাকবে এই লক্ষ্যে পরিবার পরিচিত কার্ড তৈরী করা হয়।
আজ ১৮ জুন টুঙ্গিপাড়া উপজেলার ৫ ইউনিয়ন এবং পৌরসভার চেয়ারম্যানদের কাছে পরিবার পরিচিত কার্ড হস্তান্তর করা হয়।
পাটগাতি ইউনিয়নে ৭৩১২, টুঙ্গিপাড়া পৌরসভায় ২৭৩০, বর্ণি ইউনিয়ন ৩৪৮৯, গোপালপুর ইউনিয়ন ৩৬৯৯, কুশলি ইউনিয়ন ৪৩৯০ এবং ডুমুরিয়া ইউনিয়ন ৫৮৭৬, মোট ২৭৪৯৬টি পরিবারের পরিচিত কার্ডের কাজ শেষ হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার ধারাবাহিকতা বজায় রেখে গোপালগঞ্জ জেলা এক ধাপ এগিয়ে গেলো। যদি কোনো পরিবার এই তালিকায় না থাকে তবে তাদের পরিবারের তথ্য নতুন করে দেওয়া যাবে। এছাড়া তিনি কার্ডের ব্যবহার সম্পর্কে দিক নির্দেশনামূলক কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাকিব হাসান তরফদার এবং সহকারী কমিশনার ভূমি শ্যামল চন্দ্র বশাক সহ আরো অনেকেই।