আজ বিকাল 5 টার সময় গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামে কেরামত বিশ্বাস এর পুত্র শরিয়াতুল্লা নামক এক যুবক করোনা পজিটিভ হয়েছেন।
টুঙ্গিপাড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ জসিম উদ্দিন জানান তিনি কয়েকদিন আগেই ঢাকা থেকে আসেন। আজ বিকাল 5 টার সময় সে বিষয়ে নিশ্চিত হয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আইসোলেশনে আনা হয়।
তাদের পরিবার সহ আরো 4টি পরিবারকে লকডাউন ঘোষনা করেন। তারা যেন বাইরে বের না হয় সেদিকে সবার লক্ষ রাখতে বলেন। দূর থেকে সব ধরনের সহোযোগীতাও করতে বলেন।
এ সময় টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ বলেন এটা কোন ভয়ের বিষয় বা আতঙ্কের বিষয় নয় ঠিক মত নিয়ম পালন করলে সে সুস্থ্য হয়ে যায়। টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সব রোগীরাই সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন সুতরাং চিন্তার কিছূ নাই ইনশাআল্লাহ এই রোগীও সুস্থ্য হবেন বলে আশা করেন।
লকডাউন পরিবার গুলোকে স্বাস্থ্য বিধি মেনে চলতে বলেন। বেশি বেশি গরম পানি ভিটামিন সি খেতে বলেন। ঘরের চারপাশে জীবানুনাশক ছিটানোর কথা বলেন।