টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
করোনা পরিস্থিতিতে ঘরবন্দী, কর্মহীন ও নিম্নআয়ের মানুষের দূর্ভোগের শেষ নেই। এছাড়া প্রতিনিয়ত বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম। তাই দরিদ্র মানুষেরা করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে।
এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অসহায় ও নিন্মআয়ের ৭’শ পরিবারের পাশে দাঁড়িয়েছে আসলাম শেখ। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ৭’শ দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, ডুমুরিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ কেজি পেঁয়াজ, দেড় কেজি আলু, ১ লিটার তেল, এক প্যাকেট সেমাই ও ১ টি সাবান।