টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ আাজ দুপুর আনুমানিক ১২ টার দিকে ঢাকাগামী রাজীব এবং দোলা পরিবহন এর মধ্যকার অভারটেক এর প্রতিযোগীতার এক পর্যায়ে রাজিব পরিবহন ঘোনাপাড়াগামী ট্রলার ট্যাম্পুকে ধাক্কা দিয়ে রাস্তার উপরে উল্টে ফেলে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায় রাজিব পরিবহন বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিল মল্লিকের মাঠের মোড় পার হয়ে নিজ পাশ্বে থাকা ট্রলার ট্যাম্পুকে ধাক্কা দিয়ে রাস্তার পরে ফেলে দেয়। এতে ট্যাম্পুতে থাকা ৩ জনের মধ্যে একজন গুরুতর আহত হন। স্থানীয় জনগন তাদের প্রচেষ্ঠায় রাজিব পরিবহনকে আটক করে রাখে।
টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মিরা তাৎক্ষনিক সেখানে উপস্থিত হয়ে উদ্ধার কাজ করে এবং আহতদের কে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠান।