টুঙ্গিপাড়ায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে পুলিশ
মঙ্গলবার (২২জুন) সকাল ৬ টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গোপালগঞ্জ জেলার সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ সময় শুধু জরুরী সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে। এদিকে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।
সরেজমিনে দেখা যায়, লকডাউনের প্রথম দিন থেকে টুঙ্গিপাড়া উপজেলার সব জায়গাতে রয়েছে পুলিশি তৎপরতা। সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বাজার ও জনসমাগমের স্থান গুলোতে টহল দিচ্ছে পুলিশ। ইতিমধ্যে টুঙ্গিপাড়া উপজেলায় প্রবেশদ্বার গুলো ও বিভিন্ন গুরুত্বপ‚র্ণ রাস্তায় জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণের জন্য চেকপোস্ট বসিয়েছে টুঙ্গিপাড়া থানা পুলিশ। লকডাউনের প্রথম দিন থেকে মাইকিং করে স্বাস্থ্য সচেতনতা ও মানুষকে ঘরে থাকার নির্দেশনা দিচ্ছেন টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম। এছাড়া ট্রাফিক পুলিশ ও উপজেলায় চলাচলকারী যানবাহনকে মামলা ও জরিমানা করছে। সেই সাথে পুলিশি জেরার মুখোমুখি হচ্ছে চালকেরা।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এফএম নাসিম বলেন, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে টুঙ্গিপাড়া থানার পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে কয়েকটি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে ও করোনার সংক্রমণ বাড়ায় জনগণকে ঘরে রাখতে থানার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
তিনি আরো বলেন, করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের প্রেক্ষাপটে মঙ্গলবার থেকে বিধি-নিষেধের ঘোষণা করে সরকার। করোনার সংক্রমণ রোধে বিধি নিষেধ কার্যকর করার বিকল্প নেই। তাই করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে। কেউ নির্দেশনা নামানলেতারবিরুদ্ধে ব্যবস্থা নেওয়াহবে।