টুঙ্গিপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড দুর্ঘটনা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাটগাতি বাজারের বিপ্লব বেকারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটেছে। গতকাল (৩০ সেপ্টেম্বর ) বুধবার রাত ২ ঘটিকায় এ দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ঘটনা স্থলে ফায়ার সার্ভিস এর ১৬ জনের ২টা ইউনিট হাজির হয় এবং দির্ঘ ৪০ মিনিট চেষ্টা করে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার স্বীকার বিপ্লব বেকারীর মালিক মোঃ মনির শেখ বলেন ভয়াবহ এ দুর্ঘটনায় প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়। টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস এর স্টেসন অফিসার সরদার শরিফুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী আনুমানিক রাত দুইটার সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় দুর্ঘটনা স্থল(বিপ্লব বেকারী) স্টাফ রুমের মধ্যে ১৩ জন কর্মী ঘুমন্ত ছিল তবে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি জানান। এসময় হাইওয়েতে টহলরত টুঙ্গিপাড়া থানার এ, এস,আই সহ কিছু সংখ্যক পুলিশ কনেস্টবল উপস্থিত ছিলেন।