১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম শেখ জহুরুল হক এবং মায়ের নাম হোসনে আরা বেগম। আজ তার ৯০ তম জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ জামে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ ই আগস্টে শাহাদাৎ বরণকারী সকলের রুহের মাগফিরাত কামনা করা হয়। এবং দেশবাসীর সার্বীক মঙ্গল কামনা করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস , টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের ছাত্রলীগের সভাপতি নুরুল ইসলাম সহ আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।