আজ শুক্রবার (১৪ই আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কবর যিয়ারত করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক সাহিদা সুলতানা। এবং ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। টুঙ্গিপাড়ায় জেলা প্রশাসক অবস্থানকালে তিনি জাতির পিতার সমাধি সৌধ পরিদর্শন করেন। পরে তিনি জাতির জনকের কবর জিয়ারত এবং তার পরিবারের নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাকিব হাসান তরফদার, সহকারী কমিশনার ভুমি শ্যামল চন্দ্র বশাক, টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম সহ সরকারি বেসরকারী বিভিন্ন কর্মকর্তাগণ।