আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পগুচ্ছ অর্পন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল (এমপি)। এবং ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। টুঙ্গিপাড়ায় উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল (এমপি) অবস্থানকালে তিনি জাতির পিতার স্থানীয় বাড়ি, জাদুঘর ও লাইব্রেরী পরিদর্শন করেন। পরে তিনি জাতির জনকের কবর জিয়ারত এবং তার পরিবারের নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন এবং বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য ও অভিমত লিখে স্বাক্ষর করেন। সমাধি সৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও কবর যিয়ারত শেষে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ অফিসে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. এমদাদুল হক বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, সহকারি কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক, অফিসার ইনচার্জ এ,এফ,এম, নাসিম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, সাবেক উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস, সহ সভাপতি পারভেজ রুমি, পৌর ছাত্রলীগের সভাপতি নুরুল ইসলাম সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।