প্রতিনিধি টুঙ্গিপাড়াঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ৯৬ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে করোনা মোকাবেলায় হিমশিম খাওয়া অসহায় ও নিন্মআয়ের পরিবার গুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন। বিতরনকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ১০ কেজি চাউল, ১ কেজি ডাল, ৫ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ১ কেজি লবন, ও ১ টি সাবান রয়েছে।