গত (১৭ জুলাই) শুক্রবার।
পৌর ছাত্রলীগের সহ-সভাপতি রনি শেখ বলেন, বাপ্পি মল্লিকের মামার বাড়ি টুঙ্গিপাড়া কাজীবাড়ী। সেই সুবাদে সে আমার পরিচিত। বাপ্পি বেশ কিছুদিন আগে টুঙ্গিপাড়া গ্রামের সাইফুল ইসলাম ও আবু রায়হানের কাছে মোটর সাইকেল বন্ধক রেখে ৬০ হাজার টাকা নেয়। নির্ধারিত সময়ে টাকা ফেরত না দিলে সাইফুল ও রায়হান তাকে টাকার জন্য চাপ দেয়।
তখন বাপ্পি গত ১৭ জুলাই (শুক্রবার) বিকালে টাকা ফেরত দেবে বলে তাদের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় ডাকে। সাইফুল ও রায়হানের ভালো বন্ধু হওয়ার সুবাদে টাকা আনার জন্য আমাকে পাঠায়। তখন আমি সেখানে গেলে আমাকে বাপ্পি সহ আরো কয়েকজন অপহরন করে নড়াগাতী উপজেলার মুলশ্রী গ্রামের নিজ বাড়িতে নিয়ে ৫ ঘন্টা আটকে রেখে মারধর করে ও মুক্তিপন হিসাবে বন্ধক রাখা সেই বাইক ফেরত চায়। এরপর রাত ১১ টার দিকে আমাদের কিছু আত্মীয় গিয়ে আমাকে উদ্ধার করে।
এবিষয়ে অভিযুক্ত বাপ্পি মল্লিকের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
টুঙ্গিপাড়া থানার ওসি এ,এফ,এম নাসিম বলেন, ঘটনাটি শুনেছি এবং টুঙ্গিপাড়া থানাতে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।