টুঙ্গিপাড়ায় চিকিৎসক এবং পরিচ্ছন্ন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ
![](https://dainikshatabarsa.com/wp-content/uploads/2020/05/890.jpg)
![](https://dainikshatabarsa.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একজন চিকিৎসক ডা.ইয়ার আলি মুন্সি এবং পরিচ্ছন্ন কর্মী দিলীপ কুমার বড়ুয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রোববার (৩১ মে) তাদের শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়ে। তারা উভয়ই তাদের কর্মস্থলে কর্তব্যরত ছিলেন। আজ রবিবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতাল কতৃপক্ষ দৈনিক শতবর্ষকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এ পর্যন্ত ‘ টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার ও নার্স এবং পরিচ্ছন্ন কর্মী সহ মোট পাচ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কতৃপক্ষ আরো জানান, আক্রান্ত ডাক্তারই এবং পরিচ্ছন্ন কর্মী বর্তমানে আইসোলেশনে আছেন।এবং ইতিমধ্যে তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে তাদের কোয়ারেন্টাইনে রাখার প্রক্রিয়া চলছে।