টুঙ্গিপাড়ায় গবাদিপশুর পুষ্টিমান অক্ষুন্ন রাখতে পুষ্টিকর গো খাদ্য বিতরণ
সুকেশ মন্ডল বিশেষ প্রতিনিধিঃ আজ ১৫ জুলাই বুধবার পশু সম্প্রসারন ও গবাদি পশুর পুষ্টিমান অক্ষুন্ন রাখতে টুঙ্গিপাড়ার ডুমরিয়া ৫নং ইউনিয়ন পরিষদে অতি দরিদ্রদের মাঝে গো- খাদ্য বিতরনের কর্মসূচী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, টুংগিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা , এবং ৫নং ডুমরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সকল ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ।
বিতরন তালিকা: দরিদ্রদের মাঝে গো খাদ্য, শিশু খাদ্য, এবং উপস্তিত সকল সদস্যদের মাঝে মুজিব বর্ষের গেঞ্জি বিতরণ করা হয়। উল্লেখ্য টুঙ্গিপাড়া উপজেলার মধ্যে বিগত কিছু দিন আগে ঘটে যাওয়া মহা প্রলয়নকারী ঘূর্ণিঝড় আম্ফানে বেশি ক্ষতি গ্রস্থ হয় ডুমুরিয়া ইউনিয়নবাসী। ঘূর্ণিঝড় কবলিত এলাকার দরিদ্র জনগণের মধ্যে আর্থিক অসচ্ছলতা দেখা দেয়। যার ফলশ্রুতিতে দরিদ্র মানুষেরা গবাদি পশু গুলোকে পুষ্টিকর খাদ্য খাওয়াতে অক্ষম হয়ে যায়। যার ফলে গবাদিপশু গুলো পুষ্টিহীনতায় পড়ে। সেই লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।