টুঙ্গিপাড়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ-২০২২
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা পর্যায়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হতে একটি বর্নাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
পরে টুঙ্গিপাড়া উপজেলা মিলনায়তনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-পরিচালক ফাতেমা সুলতানা, প্রধান আলোচক জেলা কমান্ড্যান্ট আনসার প্রতিরক্ষা বাহিনী গোপালগঞ্জ শাওন আসাদ, বিশেষ অতিথি টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো: সোলায়মান বিশ্বাস, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মো: গোলাম হারুন।
সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: দেদারুল ইসলাম,
অনুষ্ঠানের শেষে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ ২৫ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মধ্যে বাইসাইকেল, সেলাই মেশিন, ছাতা ও টর্চ লাইট বিতরণ করেন।