টুঙ্গিপাড়ার প্রাচীন পশুর হাট পাটগাতিতে বসেছে, কিন্তু নেই স্বাস্থ্য সচেতনতা পবিত্র ঈদুল আজহার ৭ দিন বাকি। কিন্তু এখনও জমে উঠেনি কোরবানির পশুর হাট। এর মধ্যেই গত মঙ্গলবার ছিল টানা বৃষ্টি। এ কারণে ওইদিন ক্রেতা উপস্থিতি ছিল আরও কম। আজ ২৫ জুলাই টুঙ্গিপাড়ার প্রাচীন পশুর হাট পাটগাতি বসেছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির হাট। শত শত পশু আর হাজারো মানুষের ভিড়ে মুখরিত পুরো হাট। কিন্তু তাদের মাঝে নেই স্বাস্থ্য সচেতনতা।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ইতিপূর্বে যে কার্যক্রমগুলো গৃহীত হয়েছে, তার কোনটাই সফলভাবে বাস্তবায়ন হয়নি। গত ঈদে দেখা গেছে সর্বশেষ ঈদের ছুটিতে জনগণের যাতায়াত নিয়ন্ত্রণ না করার কারণে করোনাভাইরাস সংক্রমণ কীভাবে বেড়েছে।” বিষয়টি নিয়ে হেলাফেলা করার আর কোন সুযোগ নেই। “যদি এবার পশুর হাট গুলোত এমন বেহাল ভাব হয় তাহলে সর্বনাশের ষোলকলা পূর্ণ হবে। এই রোগটি নিয়ন্ত্রণে রাখার জন্য যে প্রয়াসগুলো সরকার নিচ্ছে তার সবটাই ব্যর্থ হবে। তাই প্রসাশনের কঠোরভাবে এগুলো পর্যবেক্ষণ করতে হবে।