গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার ডুমরিয়া ইউনিয়নে বন্যার পানিতে তলিয়ে গেছে অনেক ঘড় বাড়ি, সময় যতই যাচ্ছে পানির ভয়াবহতা যেনো বেড়েই চলছে। এলাকার বসত ঘড় বাড়ি, রান্নার জায়গা, মাছের ঘের তলিয়ে সব এক সাথে মিশে গেছে। সাধারন মানুষ ধার দেনা করে পুকুরে, ঘেরে মাছ চাষ করেছে কিন্তু তা সব ভাসিয়ে নিয়ে গেলো বন্যায়। মাছ চাষিরা নিরুপায় হয়ে বুক চাপরাচ্ছে। আশার ঘরে নিরাশার ছোঁয়া পড়েছে। রাস্তা ঘাটে যান চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
গবাদি পশুর ঘড় তলিয়ে ঘড় ছাড়া হয়ে রাস্তায় উঠেছে। মানুষ গরু থাকার স্থান যেনো এক জায়গা হয়েছে। ফসলি জমির ক্ষতি হয়েছে। শাক সবজির গাছ, ফল মুলের গাছ সব কিছু নষ্ট হয়ে গেছে। সাধারন মানুষের রান্নার চুলা তলিয়ে গেছে অধিকাংশ বাড়িতে। তলিয়ে গেছে খাবার পানির টিউবওয়েল,বাথরুমে যাবার রাস্তাটাও তলিয়ে একাকার হয়ে গেছে। খাবার পানির সমস্যা, রান্না করার সমস্যায় ভুগছে এলাকাবাসী। সময় যতই যাচ্ছে নদির পানি বেড়েই চলেছে। এলাকাবাসী আশংকা করছে রাতের জোয়ারের পানি বৃদ্ধিতে আরো কত বড় ক্ষতি বয়ে আনছে।