স্টাফ রিপোর্টারঃ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার চরকুলি গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্বিত সদস্য চলমান করোনাযুদ্ধে পরাজিত হয়ে পরপারে পাড়ি জমালেন সাব ইন্সপেক্টর এস.এম.মোঃ মুকুল মিয়া (৫৫)।
জনাব এস.এম. মোঃ মুকুল মিয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও থানায় কর্মরত ছিলেন। তিনি করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়ে পুলিশের ভাড়া করা রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল ১১.০০ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন)। ৫৫ বছর বয়সি এই পুলিশ কর্মকর্তা স্ত্রী, তিন কন্যা ও এক পুত্র রেখে মৃত্যু বরণ করেন।
তার এই অকাল প্রস্থানে শোকস্তব্ধ গোটা এলাকা। পরিবার জুড়ে চলছে শোকের মাতম। ভারি হয়ে উঠেছে স্বজনদের আহাজারি। জনগণকে সুরক্ষা দিতে গিয়ে এ নিয়ে বাংলাদেশ পুলিশে কর্মরত একজন সিভিল সদস্য ও একজন র্যাব সদস্য সহ মোট ২৭ জন সদস্য করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) (মিডিয়া) মো. সোহেল রানা।
বাংলাদেশ পুলিশের উদ্যোগে সদ্য মৃত্যু এই পুলিশ সদস্যের মরাদেহ তার নিজ গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ার চরকুলিতে পাঠানো হয়েছে। সেখানে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।