টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সরঞ্জাম প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে টুঙ্গিপাড়া উপজেলায় করোনা আক্রান্তদের জরুরী অক্সিজেন সেবা নিশ্চিতকরণে ৫০ সিলিন্ডার অক্সিজেন সরবরাহ করা হয়। আজ ১৭ ই জুলাই শনিবার উপজেলা প্রশাসন টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত কর্মকর্তার কাছে প্রধানমন্ত্রীর প্রদানকৃত অক্সিজেন হস্তান্তর করেন।

এই অক্সিজেন সরবরাহ কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ব্যাপক ভূমিকা পালন করবে। বর্তমান করোনা পরিস্থিতিতে সারাদেশে সহ টুঙ্গিপাড়ায় ও এ সেবা চালু করা হয়েছে। সাধারণত ফুসফুসের দীর্ঘস্থায়ী সমস্যা ও শ্বাসযন্ত্রের রোগের চিকিৎসায় অক্সিজেন কন্সেনট্রেটর ব্যবহার করা হয়ে থাকে।

কোভিড-১৯ মহামারিকালে দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের গৃহীত কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে, এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, করোনার এই সংকটাপন্ন অবস্থায় কোন ব্যক্তি আক্রান্ত হলে বিচলিত না হয়ে দ্রুত হাসপাতলে যোগাযোগ করার আহবান জানান।

 

 

 

 

তিনি আরো বলেন, অনেক বৃদ্ধ অসুস্থ ব্যক্তি আছেন যারা হাসপাতালে আসার অনুপোযোগী তাদের এই অক্সিজেন সেবা প্রয়োজন হলে তাদের বাড়িতে গিয়ে এই সেবা বাস্তবায়ন করা হবে।

এসময় সেখানে উপস্থিত টুংগীপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহি কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি দিদারুল ইমরান, টুঙ্গিপাড়া থানা অফিসার ইনচার্জ এএফএম নাসিম, টুংগীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসীম উদ্দীন,টুংগীপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস সহ অন্যান্য প্রশাসনিক ও রাজনৈতিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *