দৈনিক শতবর্ষ প্রতিনিধিঃ
টুঙ্গিপাড়ায় আর ও দুই করোনা রোগী শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ মোঃ জসিম উদ্দিন নিশ্চিত করেছেন। আক্রান্ত একজনের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামিলীগ অফিসের পাশে। তিনি এসেনসিয়াল ড্রাগস এ কর্মরত ছিলেন ঢাকায়। অন্য আর একজন হলেন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকুরী করেন।তিনি করোনা রোগীদের আইসোলেশন ওয়ার্ডে ঝুকি নিয়ে খাবার পরিবেশন করতেন।
ডাঃ মোঃ জসিম উদ্দিন জানিয়েছেন, আমরা তাদের নমূনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠাই। শনিবার আমাদের কাছে রিপোর্ট আসে তারা দুইজনই করোনা আক্রান্ত।
আজ বিকেল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ মোঃ জসিম উদ্দিন ।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এফ.এম নাসিম ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে আক্রান্তদের বাড়িসহ পাশের ৪ টি বাড়ি লাল পতাকা লাগিয়ে লক ডাউন করেছেন। এছাড়াও ঔই বাড়িতে মানুষের চলাচল বন্ধে বাড়ির যাতায়াত পথে বাঁশের বেড়া দিয়ে দেওয়া হয়।
করোনা আক্রান্তদের বাড়ি থেকে এনে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।