টুঙ্গিপাড়ার ডুমরিয়ায় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে চায়না জাল
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার ডুমরিয়া ইউনিয়নে চায়না জালের প্রকোপ বেড়েই চলেছে। জালের বিস্ততার বেরে যাওয়ায় মৎস্য কুল ধ্বংসের মুখে পরেছে। এখানে সাধারন মানুষ তাদের পরিবারের চাহিদা মেটানোর জন্য মাছ ধরে থাকে। এটা ডুমরিয়া ,লেবুতলা, বাঁশবাড়িয়া, পাকুরতিয়া চিতলিয়া গ্রামকে কেন্দ্র করে এই ছোট বিলটি । কিন্তু এই চায়না জাল পাতার কারনে কোন মাছ বৃদ্ধি তো পাচ্ছেনা বরং মাছ বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। এখন এই চায়না জাল গুলো নদী-নালা, খাল- বিলে সব জায়গায় দেখা যাচ্ছে। জালটির আকার অনেক লম্বা হওয়ায় অনেক জায়গা বিস্তার করে রাখে এবং জালটিতে ছোট বড় সব রকমের পোনা মাছ এমনকি মাছের ডিম ও জরিয়ে পরে, যার কারনে সাধারন মানুষের মাছের চাহিদা মেটানোর খুব সমস্যা হচ্ছে। ডিম ফুটে বাচ্চা বের হলেই এই জালের জরিয়ে পরে । এখন টুঙ্গিপাড়ায় এই জাল বিস্তার করেছে সর্বত্র। প্রশাসনের নিকট এলাকাবাসীর আকুল আবেদন দ্রুত যেনো এই চায়না জাল অপসারণের ব্যবস্থা করে। এই চায়না জাল যেনো মৃত্যু জালে পরিনত হয়েছে।