টুঙ্গিপাড়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে তাঁর ভাগ্নে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেনশনের মাধ্যমে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে।দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি । টুংগীপাড়া ও তার ব্যতিক্রম নয়।আজ ১১ ই নভেম্বর আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়া থানা আওয়ামী যুবলীগের উদ্যোগে বিশেষ রেলি ও আলোচনা সভা এবং বিশেষ কেক কাটার মাধ্যমে দিবসটি পালন করা হয়। এ সময় সেখানে টুংগীপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান বিশ্বাস,টুঙ্গিপাড়া থানা আওয়ামী যুবলীগের সভাপতি হাসান আহ্মেদ কচি,সাধারণ সম্পাদক বিএম মাহমুদুল হক, মোঃ ইকবাল হোসেন ওমর, আবুল হাসান, রমজান শরীফ, গাজী নুরুল ইসলাম, দেলোয়ার হোসেন, বি এম সাইফুল ইসলাম, ইসলাম শেখ, রাকিব হোসেন, আজমল হাসানসহ টুংগীপাড়া আওয়ামী যুবলীগের সকল নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। গত চার যুগে সংগঠনটি দেশের গুরুত্বপূর্ণ নানা লড়াই-সংগ্রামে ভূমিকা রেখেছে।
Aa