গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনা পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির কাছে ব্যারিস্টার শেখ ফজলে নাঈম এর পক্ষে দেড় হাজার প্যাকেট খাদ্য সহায়তা হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম-এর ছোট ছেলে কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিষ্টার শেখ ফজলে নাঈমের পক্ষে সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিউটন মোল্লা টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের বশারের হাতে দেড় হাজার প্যাকেট খাদ্য সহায়তা তুলে দেন। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, লবন ও সাবান।
ইতোমধ্যে ব্যারিষ্টার নাঈম ছাত্রলীগের হাত দিয়ে গোপালগঞ্জের ২১ হাজার লোকের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছেন।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ পারভেজ রুমি, কলেজ ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক রাতুল ইসলাম সাজ্জাদ, মোল্লা রিয়াজুল ইসলাম, ছাত্রলীগ কর্মী সাঈদ আহমেদ সহ প্রমূখ উপস্থিত ছিলেন।