গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘরোয়া আলোচনা সভা ও কর্মীসভা আনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ সে সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলার গিমাডাঙ্গা গ্রামের পাটগাতি ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দলের কর্মীদের সঙ্গে মতবিনিময় সহ দলের ভবিষ্যৎ কার্যক্রম ও নিজেদের মাঝে গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠার নির্দেশনা দেওয়া হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা সভাপতি মো: সালাউদ্দিন শেখ, কেন্দ্রীয় স্বেচ্ছাসবক দলের সভাপতি এস, এম, জিলানীর ছোট ভাই এস এম সাগর সভাপতি পৌর স্বেচ্ছাসেবক দল, মো জসিম সভাপতি উপজেলা সেবক দল, মোহাম্মদ রাশিদ মল্লিক সদস্য সচিব উপজেলা স্বেচ্ছাসেবক দল, মো: মামুন বিশ্বাস,তারিক বিশ্বাস, হাফিজুর বিশ্বাস মুসফিক বিশ্বাস,সকাত বিশ্বাস, আমিনুর শেখ, যুবদলনেতা উপজেলা বিএনপি, ছাত্রদল নেতা সোহেল বিশ্বাস, সোহান মোল্লা, লিমন শেখ, প্রমুখ উপস্থিত এবং গিমাডাংগার সর্বস্থারের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তৃতা কালে নেতারা বলেন
কেন্দ্রীয় স্বেচ্ছাসবক দলের সভাপতি এস, এম, জিলানীর উপর হামলায় যারা এর সাথে জড়িত তাদের উপযুক্ত বিচার করার দাবি করেন দল মতের বাইরে শান্তিপ্রিয় টুঙ্গিপাড়ায় এস এম জিলানী ফিরে আসার সুস্থতা কামনা দোয়া করেন। টুঙ্গিপাড়ায় আগে থেকে শান্তিপ্রিয় এখনো শান্তিপ্রিয়।
বক্তৃতা আরো বলেন
টুঙ্গিপাড়া বিএনপির হামলা মামলা হয়েছে, এতে নিরাপদ সাধারণ মানুষের নামে
হয়রানির অভিযোগ উঠেছে এ বিষয়ে এসএম জিলানী ভাইয়ের সাথে পরামর্শ বহমান আছে, সাধারণ জনগন হয়রানির স্বীকার হবেনা তার অঙ্গীকার করেন বক্তৃতারা তারা মিলেমিশে রাজনৈতি করার কথা বলেন।
ছাত্রদল নেতা সোহেল বিশ্বাস তার বক্তব্যে বলেন
এস এম জিলানী ভাই টুঙ্গিপাড়ার ছেলে এই মাটির সন্তান তিনি বীরের বেশে টুঙ্গিপাড়ায় আসবেন তার জন্য যা করনীয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল টুঙ্গিপাড়া উপজেলা শাখার নেতাকর্মীরা রাজপথে থেকে মোকাবেলা করবে।
এস এম জিলানী ভাই ও ভাবী সুস্থ হয়ে টুঙ্গিপাড়ায় এসে তরুণদের জাগরণে মানবতার, ভালোবাসার রাজনৈতি করবেন।
সভাপতি সমাপ্তিবক্তব্যে আনুষ্ঠান শেষ হয়।