টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু’র সমাধিতে এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী’র শ্রদ্ধা নিবেদন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (মনিটরিং, অডিট, প্রকিউরমেন্ট ও আইসিটি ইউনিট) মোঃ আহসান হাবিব। সোমবার দুপুর ১২ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি ’৭৫—এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকলের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, কাশিয়ানী উপজেলা প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচী, সদর উপজেলা প্রকৌশলী এস এম জাহিদুল ইসলাম, মুকসুদপুর উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত, টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ সহ অন্যান্য কর্মকর্তা—কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আহসান হাবিব বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর তিনি টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর উপজেলায় এলজিইডি কতৃর্ক বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্ট ঠিকাদার ও কাজের তদারকিতে নিয়োজিত কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।