টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বঙ্গমাতা পরিষদ বেসিক ব্যাংকের শ্রদ্ধা নিবেদন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গমাতা পরিষদ বেসিক ব্যাংকের নেতৃবৃন্দ। শনিবার দুপুরে তারা জাতির পিতার সমাধি-সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ১৫ ই আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, বঙ্গমাতা পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক আনিসুর রহমান, বঙ্গমাতা পরিষদের উপদেষ্টা ও বেসিক ব্যাংকের মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ, মো. হাসান তানভির, মমিনুল হক, মোঃ ইসমাইল হোসেন, নিরঞ্জন চন্দ্র দেবনাথ, বঙ্গমাতা পরিষদ বেসিক ব্যাংকের সভাপতি মেহেবুব মোর্শেদ, সাধারণ সম্পাদক কাজী নয়ন মনি প্রম‚খ উপস্থিত ছিলেন।