গাছ মানুষের পরম বন্ধু” এই প্রতিপাদ্যকে ধারন করে গ্রামীণ ব্যাংক গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এরিয়ার পাটগাটি শাখায় সরকারি বৃক্ষরোপন কর্মসূচির আওতায় গ্রামীন ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী-২০২৩ এর অংশ হিসেবে মঙ্গলবার ( ২০ জুন) দুপুরে এ কর্মসূচীর উদ্বোধন করা হয় মঙ্গলবার (২০ জুন) সকালে গ্রামীন ব্যাংকের মাদারিপুর জোনের আওতায় টুঙ্গিপাড়া উপজেলা এরিয়ার পাটগাতি গ্রামীন ব্যাংক শাখা কার্যালয়ে সদস্যদের মাঝে বিভিন্ন জাতের বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরনের মধ্য দিয়ে এই কর্মসূচির শুভ উদ্ধোধন করা হয়। এই কর্মসূচীর শুভ উদ্ধোধন করেন টুঙ্গিপাড়া প্রোগ্রাম অফিসার আলি হোসেন। এসময় উপস্হিত ছিলেন টুঙ্গিপাড়া এরিয়া শাখার ব্যাবস্হাপক জয়দেব ঘোষ সহ শাখার অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
উল্লেখ্য মঙ্গলবার উদ্ধোধনী দিনে উপজেলার পাটগাতি শাখায় গ্রামীন ব্যাংকের সদস্যদের মাঝে ৩টি টি ও ৫ টি করে প্রায় সহস্রাধিক গাছের চারা বিতরন করা হয়েছে।
এ বিষয়ে গ্রামীন ব্যাংকের টুঙ্গিপাড়া প্রোগ্রাম অফিসার আলি হোসেন বলেন সরকারি বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় গ্রামীন ব্যাংকের উদ্যোগে চলতি বছরে সারা দেশে ২০ কোটি গাছের চারা রোপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই কর্মসূচী চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে।এর অংশ হিসেবে টুঙ্গিপাড়া উপজেলার গ্রামীন ব্যাংকের পাটগাতি শাখার আওতাধীন বিভিন্ন এলাকায় ৫৫ হাজার বিভিন্ন জাতের গাছের চারা রোপন করার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে গ্রামীন ব্যাংকের সদস্যদের মাঝে এই চারা গাছ বিতরন করা হবে।