টুঙ্গিপাড়ায় ইয়াবা ও গাঁজা সহ যুবক গ্রেপ্তার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ২০ পিচ ইয়াবা ও দেড়শ গ্রাম গাঁজাসহ মোফিজুর মোল্লা (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার নিলফা এলাকার গ্রামীন ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোফিজুর উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা গ্রামের মৃত রোকন উদ্দিন মোল্লার ছেলে।পুলিশের দাবি গ্রেপ্তার যুবক দীর্ঘদিন ধরে এলাকার মাদক ব্যবসা করে আসছিলো।
এতথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, পুলিশের একটি টিম শুক্রবার রাতে টহলরত ছিলো। তখন খবর আসে নিলফা এলাকার গ্রামীন ব্যাংকের সামনে এক যুবক ইয়াবা ও গাঁজা বিক্রি করছে। তখন পুলিশ গিয়ে ঐ যুবককে গ্রেপ্তার করে। পরে উপস্থিত জনতার সামনে তাকে তল্লাশি করে ২০ পিচ ইয়াবা, দেড়শ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির এক হাজার টাকা উদ্ধার করা হয়।
ওসি কামরুজ্জামান আরও বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।