টুঙ্গিপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থীর নির্বাচনী পোস্টার ছেড়ার অভিযোগ উঠেছে

 গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৪নং পাটগাতি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী সুভাষ চন্দ্র বিশ্বাস এর নির্বাচনী পোস্টার ছেড়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার চেয়ে সোমবার (২০ ডিসেম্বর- ২০২১) সকালে মেম্বর প্রার্থী সুভাষ চন্দ্র বিশ্বাস বাদী হয়ে সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা যায়, গেল ৭ই ডিসেম্বর প্রতিক বরাদ্দের পর নির্বাচনী প্রচারের জন্য ৪নং পাটগাতি ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটাতে থাকেন ফুটবল মার্কা প্রতিকের মেম্বর প্রার্থী সুভাষ চন্দ্র বিশ্বাস ও তার সমর্থকেরা। রবিবার গভীর রাতে কিছু দুষ্কৃতকারীরা ওই পোস্টার ছিড়ে ফেলে। এ বিষয়ে ভুক্তভোগী মেম্বার পদপ্রার্থী সুভাষ চন্দ্র বিশ্বাস দৈনিক শতবর্ষ কে বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ টুঙ্গিপাড়া কে অভিযোগের কপি দাখিল করবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *